এবার প্রত্যাশিতভাবেই উড়িষ্যায় মুখ থুবড়ে পড়ল বিজেপি। সে রাজ্যের পঞ্চায়েত ভোটে অপরাজেয়ই রইল নবীন পট্টনায়েকের বিজু জনতা দল। উড়িষ্যায় ত্রিস্তর পঞ্চায়েতের শুধু জেলা পরিষদের ভোট হয় দলীয় প্রতীকে। শনিবার থেকে পঞ্চায়েতের জেলা পরিষদ আসনের গণনা শুরু হয়েছে। গণনা চলবে তিনদিন ধরে। আজ সকাল পর্যন্ত জেলা পরিষদের ৮৫১ আসনের মধ্যে ৩১৫টির ফলাফল জানা গিয়েছে। তাতে বিজু জনতা দল (বিজেডি) ২৮০টি আসন পেয়েছে। বাকিগুলির ৮০ ভাগ আসনেই এগিয়ে নবীনের দল। শুধু মুখ থুবড়ে পড়াই নয়, পঞ্চায়েতে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে কংগ্রেস।
নবীন রাজ্যে গ্রামের ভোটে গেরুয়া শিবিরের এমন দুর্দশায় বাংলার মতো উড়িষ্যা বিজেপিও কাঠগড়ায় তুলছে কেন্দ্রীয় নেতত্বকে। তাদের বক্তব্য, গোটা পার্টি উত্তরপ্রদেশ নিয়ে ব্যস্ত। উড়িষ্যায় দলের অন্যতম মুখ ধর্মেন্দ্র প্রধানকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। তিনি সেখানে যোগী সরকারের গদি বাঁচাতে ব্যস্ত। কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে টাকা পয়সাও যথেষ্ট পাওয়া যায়নি। ফলে প্রচারে কোনও উন্মাদনাই ছিল না। সেই মানুষ বিজেপি সম্পর্কে উৎসাহ হারিয়ে ফেলে।
