এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ দেখলো দেশ। গরম জল পড়ে শরীরের ৪০ শতাংশ পুড়ে যাওয়ায় প্রাণসংশয় দেখা দিয়েছিল ত্রিপুরার বাসিন্দা সুপ্রতীক দে-এর। মা বাবা সঙ্গে সঙ্গে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। সেখানে চিকিৎসাও শুরু হয়। কিন্তু অনেক চেষ্টা করেও ১৫ মাসের ওই শিশুর সঠিক চিকিৎসা করানোর সুযোগ পাচ্ছিলেন না মা-বাবা। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ালেন অভিষেক। মূলত তাঁর উদ্যোগেই চিকিৎসা পৌঁছে গেল এই পরিবারের কাছে।
পরিবার সূত্রে খবর, হঠাৎই গায়ে গরম জল পড়ে আহত হয় শিশুটি। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর জানান, শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে শিশুটির। দিশেহারা পরিবার চিকিৎসা পরিষেবার সন্ধান করতে থাকে। কিন্তু গোটা আগরতলা জুড়ে যথেষ্ট চিকিৎসা সাহায্য না মেলায় শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহায্যের জন্য এগিয়ে আসেন। তৃণমূল সাংসদের তত্ত্বাবধানে শিশুটিকে এসএসকেএম-এ নিয়ে আসা হয়। দ্রুত চিকিৎসাও শুরু হয়। সোমবার খবর পাওয়া গিয়েছে, শিশুটির ২টি রক্ত পরীক্ষার রিপোর্ট ভাল এসেছে। তবে মনে করা হচ্ছে আরও রক্ত লাগতে পারে। এখনও পর্যন্ত শরীরে হওয়া ইনফেকশন বা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। তবে চিকিৎসকদের আশঙ্কা, বাড়তে পারে সংক্রমণ। পুরো পরিস্থিতির দিকে নজর রাখছেন চিকিৎসকরা। আপাতত আইসিইউ-তে রেখে চিকিৎসা করা হচ্ছে শিশুটির।
