হস্টেল খুলতে হবে, দাবিতে সরগরম বিশ্বভারতী। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও, এখনও বন্ধ ক্যাম্পাসের হস্টেলের দরজা। ফলে বাইরে থেকে আসা পড়ুয়ারা ক্লাস করতে পারছেন না। বেশ কয়েকদিন ধরেই পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে থাকেন, আজ তা অন্য চেহারা নেয়। সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ চলছে বিশ্ববিদ্যালয় চত্বরে।
সোমবার সকালবেলাতেই বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট থেকে মিছিল শুরু হয়। মিছিল যাতে ক্যাম্পাসের মধ্যে ঢুকতে না পারে তাই ফটকের গেলে তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। কিন্তু সেই বাধা অতিক্রম করে ফটক টপকেই বেশকিছু বিক্ষোভকারী পড়ুয়া ঢুকে পড়েন বিশ্ববিদ্যালয়ের মধ্যে। পাঠভবনে বন্ধ করে দেওয়া হয় চলতে থাকা ক্লাস।
বিশ্বভারতীর একাধিক দফতরের গেটেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। পাঠভবনের মতো সঙ্গীত ভবনের ক্লাসও বন্ধ করে দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে সবকিছু স্বাভাবিক হলেও এখনও কেন হোস্টেল খোলা হবে না?
বিশ্বভারতী কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, হস্টেলের সাফাই পর্ব শেষ হলেই খোলা হবে। কিন্তু এদিন এই দাবি আরও জোরদার হয়ে ওঠে। তবে এই বিষয়ে এখনও বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।