শনিবার রাত পোহালেই রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট। সর্বত্রই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে ছন্দপতন। ভোটের আগের দিন সকাল থেকেই উত্তেজনা ছড়াল মেদিনীপুর শহরে। শহরের ১৮ নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকাতে তৃণমূলের এক কর্মীর গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। গোটা ঘটনায় বিজেপির দিকেই উঠেছে অভিযোগের আঙুল।
জানা গিয়েছে, মেদিনীপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী রাজ কুমার পাল-এর গাড়িতে শনিবার গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। রাজকুমারের দাবি, ‘রাত থেকেই এলাকায় লোকজন ছোটাছুটি করছিল। বিজেপির লোকেরা এলাকায় সন্ত্রাস তৈরি করতে পরিকল্পিতভাবে এই কাজ করে থাকতে পারে।’ এ নিয়ে এলাকার তৃণমূল প্রার্থী সৌমেন খান বলেন, ‘বহিরাগত লোকজন নিয়ে এসে এখানকার একদল লোক সন্ত্রাসের আবহাওয়া তৈরীর চেষ্টা করছে। তাই তৃণমূল কর্মীর এই গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে তারা। আমরা পুলিশের কাছে অনুরোধ করছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।’