বাস ভাড়া বাড়িয়ে মানুষের কাঁধে বোঝা চাপানো যাবে না। এবার এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রসঙ্গত, ভাড়া বৃদ্ধির নামে যথেচ্ছ টাকা আদায় করছেন বাস মালিকেরা। বারবারই এই অভিযোগ তুলছে আমজনতা। এই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও। কিন্তু তাতেও হুঁশ ফিরছে না বাস মালিকদের। তাই ভাড়ার নামে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না বলে বুধবার বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসে স্পষ্ট জানিয়ে দিলেন ফিরহাদ।
রাজ্য সরকার সম্প্রতি ট্রাফিক আইনের জরিমানার নিয়মে বদল ঘটিয়েছে। ট্রাফিক আইন ভাঙলেই মোটা টাকা জরিমানা গুনতে হচ্ছে বাস মালিকদের। আবার বাস ভাড়া নিয়ে উঠছে অভিযোগ। এই সমস্ত অভাব-অভিযোগ নিয়েই বৈঠকে বসেছিলেন মন্ত্রী। বৈঠক শেষে ফিরহাদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। অতিরিক্ত ভাড়ার সমস্যা মেটাতে এবার থেকে প্রতি বাসে ফেয়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক। সেই ফেয়ার চার্ট বানিয়ে দেবে রাজ্যই, তাও স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রী। এছাড়া বাস ভাড়া বাড়ালেও পরিষেবা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ। তাই এবার শহরে প্রত্যেক বাস স্ট্যান্ডে বসছে অভিযোগ বাক্স। যাতে আমজনতা নিজের পরিচয় গোপনে রেখে অভিযোগ জানাতে পারবেন।
