পুরভোটের দামামা বেজে গিয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট। আর তার আগেই এবার কাঁথিতে নতুন অভিযোগ উঠল গেরুয়া শিবিরের দিকে। যোগ হল নতুন মাত্রা। সাংসদ শিশির অধিকারী ফোন করে বিজেপিতে ভোট দেওয়ার কথা বলছেন। এবার এমনই অভিযোগ করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকে অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হয়। শিশিরের ছেলে শুভেন্দু ও সৌমেন্দু বিজেপিতে যোগদান করে৷ তবে শিশিরবাবু ও তাঁর মেজো ছেলে বিজেপিতে যোগদান না করলেও বিজেপির অনুষ্ঠানে একাধিকবার দেখা গিয়েছে শিশিরবাবুকে। তবে দল সাংসদ পদ থেকে ইস্তাফা দেওয়ার কথা বলা হলেও ইস্তফা দেননি।
আগামী ২৭ ফেব্রুয়ারি কাঁথি পুরসভায় নির্বাচন রয়েছে। আর সেই নির্বাচনে শিশিরবাবু ফোন করে করে ভোটারদের বিজেপিতে ভোট দেওয়ার কথা বলছে বলে অভিযোগ তুলেছেন মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, ‘অধিকারী পরিবার মিরজাফর। দলের সব কিছু ভোগ করে বিজেপির সঙ্গে আঁতাত রেখেছে। যদি তৃণমূলের বিরোধীতা করার হয় তাহলে আগে সাংসদ পদ থেকে ইস্তফা দিক। তারপর বিজেপির ঝাণ্ডা ধরে প্রচার করুক।’
অন্যদিকে, অখিল পুত্র সুপ্রকাশ গিরির সমর্থনে কাঁথি পৌর এলাকায় ১৩ ওয়ার্ডে অমর্ত্য পল্লীতে সভা করেন রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত বক্সী। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি, কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান অভিজিৎ দাস, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর। সভায় বক্সী বলেন, বাংলায় তৃণমূলের শক্ত ঘাঁটি। যা সংগ্রামের মধ্যে দিয়ে বট বৃক্ষে পরিণত হয়েছে। তার এই বট বৃক্ষে দু’একটি পাকা পাতা ঝরে পড়ছে। তাতে কিছু এসে যায় না।