হাতে আর বেশিদিন নেই। আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলার সাতটি পুরসভায় নির্বাচন। তার আগে বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার দুই পৃথক সাংগঠনিক জেলাতে ভোট প্রচার করলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রথমে জঙ্গিপুর পুরসভা ও পরে বহরমপুর পুরসভাতে নির্বাচনী সভা করেন তিনি। বহরমপুরে খাগড়াতে গান গেয়ে ভোট প্রচারে সারেন অভিনেত্রী। আবার বেলডাঙাতে হিন্দি সিনেমার ডায়লগ বলতে শোনা যায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীকে।
বুধবার সন্ধ্যায় বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নী বলেন, বহরমপুর টাউনে আগে আমরা পিছিয়ে ছিলাম। আমাদের বিশ্বাস পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সরকার আমাদেরকে আশীর্বাদ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা নিয়ে উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেব। তিনি বলেন, বিরোধী নেতাদের বাড়িতে যান তাদের বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। আর আমাদের বিরুদ্ধে কুৎসা করছেন। আমাদের নিরাশ করবেন। কর্ম করে যাও ফলের আশা না করে। তবে, এ বার ফলের আশা আগে করছি তারপর কাজ করব।
