আপনার রেশন কার্ড বৈধ তো? কিংবা এখনও আপনি ই-রেশন কার্ড করাননি? বারবার বারবার কী ছুটতে হচ্ছে আপনাকে রেশন দোকানে? এইসব সমস্যার সমাধান হবে এবার এক ক্লিকের মাধ্যমেই। অনলাইনেই মিলবে সমাধান। রাজ্য সরকারের নয়া উদ্যোগ।
পশ্চিমবঙ্গ সরকার এবার জনসাধারণের জন্য চালু করতে চলেছে ‘ডিজি লকার’ অর্থাৎ ডিজিটালই আপনি ঘরে বসেই করে ফেলতে পারবেন আপনার রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান।
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য এবং সরবরাহ দফতর এই নতুন উদ্যোগ নিয়েছে। ডিজি লকারের মাধ্যমে আপনি আপনার রেশন কার্ড দিলেই পেয়ে যাবেন ই-রেশন কার্ড। যা রাজ্যের যেকোনো রেশন দোকানেই সমানভাবে বৈধ অর্থাৎ রাজ্যের যেকোন জায়গা থেকেই আপনি আপনার রেশন তুলতে পারবেন। পাশাপাশি জানতে পারবেন আপনার কার্ডের বৈধতা সম্পর্কে যাবতীয় তথ্য।
কীভাবে আপনি এই বৈধতা যাচাই করবেন?
প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট http://www.digilocker.gov.in -এ যান
তারপর ‘State Government’ অপশনে গিয়ে নিজের রাজ্য নির্বাচন করুন। যেমন- ‘ওয়েস্ট বেঙ্গল’ তারপর খাদ্য দফতরের অপশন- ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইস বিকল্পটি বেছে নিন। সেখান থেকে ‘রেশন কার্ড’ বিকল্পে যান। রেশন কার্ডের নম্বর এবং ক্যাটাগরি দিয়ে আপনার রেশন কার্ড ডাউনলোড করুন ও বৈধতা যাচাই করুন।