প্রতিশ্রুতিপূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের সুবিধার্থে তাদের হাতে তুলে দেওয়া হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। বুধবার নেতাজি ইন্ডোরে ৫ হাজার পড়ুয়ার হাতে ক্রেডিট কার্ড তুলে দেওয়া হল। ব্যাংকগুলিকে লোন দিতে বাধা তৈরির চেষ্টা না করার বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী।
ব্যাঙ্কগুলির উদ্দেশে মমতা বলেন, এই প্রকল্পে সরকার গ্যারেন্টার। তাই আপনারা এগিয়ে আসুন। এটা আর্জি অফ দ্য পিপল। সেইসঙ্গে অর্থনীতির মৌলিক বিষয় উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, টাকা ঘরে রেখে দিয়ে কোনও লাভ নেই। অর্থনীতি তখনই পুষ্ট হয় যখন মানুষের হাতে টাকা থাকে।
ব্যাঙ্কগুলির গয়ংগচ্ছ মনোভাব নিয়ে এর আগেও একাধিক প্রশাসনিক বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। বিকল্প হিসেবে তাঁর নির্দেশ ছিল, রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলি যেন এ ব্যাপারে এগিয়ে আসে এবং ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ায়।
স্টুডেন্টস ক্রেডিট কার্ড হল সেই প্রকল্প যেখানে ছাত্রছাত্রীরা অল্প সুদে পড়াশোনার জন্য ঋণ নিতে পারবেন। ১৫ বছরের মধ্যে সেই ঋণ তাঁরা পরিশোধ করতে পারবেন। চল্লিশ বছর বয়স পর্যন্ত এই ঋণের জন্য একজন আবেদন করতে পারেন।
এদিন মুখ্যমন্ত্রী বোঝাতে চান, এই প্রকল্প ছিল তাঁর স্বপ্নের মতো। তাঁর কথায়, ‘এটা যখন বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে’। বাংলার ছাত্রদের উৎকর্ষ বোঝাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা সব জায়গায় আছেন। নাসা থেকে ভাষা—সব জায়গায় পাবেন’।