শতাধিক পুরসভার ভোটের আগেই সুখবর ঘাসফুল শিবিরে। বিজেপির হাত থেকে মালদা জেলা পরিষদ ছিনিয়ে নিল রাজ্যের শাসকদল। বুধবার জেলা পরিষদ সভাধিপতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল কংগ্রেসের রফিকুল হাসান। জেলা পরিষদের ৩৭ সদস্যের মধ্যে ৩০ জনই তাঁকে সমর্থন জানান।
পরাজয় নিশ্চিত বুঝতে পেরে এদিন জেলা পরিষদ সভাধিপতি নির্বাচনের সভায় হাজির হননি বিজেপি সহ বিরোধি সদস্যরা। তবে সবচেয়ে লক্ষ্যণীয় হল, গত বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস থেকে ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানো বেশ কয়েকজন সদস্য এদিন আবার ডিগবাজি খেয়ে সভাধিপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রফিকুল হোসেনকে সমর্থন করেছেন।
বুধবার মালদা জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনের দিন স্থির করে প্রশাসন। সেইমতো জেলা পরিষদের কনফারেন্স হলে সভাধিপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। তৃণমূলের পক্ষে দাঁড়ান রফিকুল হোসেন। ৩০ জন সদস্য তাঁকে সমর্থন জানান। বিজেপির ছয়জন এবং কংগ্রেসের একজন সদস্য এদিন অনুপস্থিত ছিলেন।