গত বছরের ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে আন্দোলনরত কৃষকদের পিষে দিয়ে চলে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির গাড়ি। ঘটনায় মৃত্যু হয় চারজন কৃষকের। এরপরে সংঘর্ষ শুরু হলে ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয়। অভিযোগ ওঠে, ওই গাড়িতে ছিলেন মন্ত্রীর ছেলে আশিস মিশ্র। এবার পুলিশ এবং আধাসেনা পরিবৃত হয়ে লখিমপুর-খেরির বুথে গিয়ে ভোট দিলেন সেই অজয় মিশ্র। বুধবার ভোট দিয়ে বুথের বাইরে বেরিরে আঙুল তুলে ‘ভিকট্রি’ চিহ্নও দেখালেন তিনি।
প্রসঙ্গত, লখিমপুর কাণ্ডে মূল অভিযুক্ত টেনির পুত্র আশিস। মাস চারেক জেলবন্দি থাকার পরে গত ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে বিধানসভার প্রথম পর্বের নির্বাচনের দিনই এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে। বিরোধীদের অভিযোগ, ব্রাহ্মণ ভোটের দিকে লক্ষ্য রেখেই প্রভাবশালী নেতা টেনির ছেলেকে জামিনে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছে যোগী সরকার। বুধবার যে ভাবে সকাল সাডে় ১১টা নাগাদ টেনি নিরাপত্তাবাহিনী এবং কনভয় নিয়ে বনবীরপুর এলাকার বুথে ভোট দিতে গেলেন, তা নিয়েও অভিযোগ উঠেছে। মন্ত্রীকে প্রশ্ন করতে এগিয়ে গেলে সাংবাদিকদের কয়েক জনকে নিরাপত্তারক্ষীরা ধাক্কাধাক্কি করেন বলেও অভিযোগ। তবে ছেলেকে নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলেও মন্ত্রী কোনও উত্তর দেননি। শুধু আঙুল তুলে ‘ভি’ দেখিয়েই চলে যান।
