বর্তমানে উত্তরপ্রদেশে নির্বাচন চলছে। প্রতিদিনই কোনো না কোনও রাজনীতিবিদ তার দলের প্রচারে রাজ্য সফরে যাচ্ছেন। সম্প্রতি, বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা উত্তরপ্রদেশের বালিয়া জেলার ফেফনা বিধানসভায় একটি জনসভায় ভাষণ দিতে গিয়েছিলেন। তারপর এমন কিছু ঘটল যা দেখে মানুষ অবাক হয়ে গেল।
আসলে, ফেফনা বিধানসভায় জনসভায় ভাষণ দিতে আসা জেপি নাড্ডার হেলিকপ্টারের প্রবল বাতাসে স্কুলের দেওয়াল ভেঙে পড়ে। এই ঘটনার ভিডিও এখন ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে বিকাশ বনসালের অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে দেখা যায় জেপি নাড্ডার হেলিকপ্টারের বাতাসের কারণে স্কুলের দেওয়াল পড়ে যায়। এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইউপিতে ডাবল ইঞ্জিন সরকারের বিস্ময়কর উন্নয়ন’, কেউ লিখেছেন, ‘বাবার উন্নয়ন বাতাসে উড়ছে।’
বিজেপির জাতীয় সভাপতি (জগৎ প্রকাশ নাড্ডা) যোগী সরকারের প্রতিমন্ত্রী এবং বিজেপি প্রার্থী উপেন্দ্র তিওয়ারির প্রচার করতে ফেফনা বিধানসভার রাতসার ইন্টার কলেজে পৌঁছেছিলেন। এখানে তিনি এক জনসভায় ভাষণ দেন।
তাঁর বক্তৃতায়, নাড্ডা বলেন, ‘সমাজকে ভাগ করা, ভাঙা এবং লড়াই করা সপা-কংগ্রেসের কাজ। তাদের কাজ মানুষকে ভয় দেখানো, সমস্যায় ফেলা, জমি দখল করা, জুলুমবাজি করা। রিপোর্ট কার্ড নিয়ে জনগণের কাছে যাওয়ার ক্ষমতা একমাত্র বিজেপিরই আছে।’ সমাজবাদী পার্টিকে নিশানা করে জেপি নাড্ডা বলেন, ‘এসপির লোকেরা রাম ভক্তদের ওপর গুলি চালিয়েছে, রক্তের হোলি খেলেছে। কংগ্রেস দল রামমন্দির মামলা আটকে দিত। আপনারা মোদী সরকারকে বেছে নিন। আপনাদের আরও ভালো হবে’।