সরগরম দেশের রাজনৈতিক আবহ। চলছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। সম্প্রতি উত্তরপ্রদেশের এক নির্বাচনী জনসভায় আহমেদাবাদ বিস্ফোরণের প্রসঙ্গত টেনে এনে দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী বলেছিলেন, “সন্ত্রাসীবাদীরা সাইকেল বেছে নেয়৷” প্রসঙ্গত, সাইকেল হল সমাজবাদী পার্টির নির্বাচনী প্রতীক।
এবার প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন প্রবীণ তৃণমূল নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। প্রধানমন্ত্রীর সাইকেল-সন্ত্রাসবাদী তত্ত্বকে বিঁধে একটি টুইট করেন যশবন্ত সিনহা। মোদীকে সরাসরি আক্রমণ করে তিনি টুইটারে লেখেন, “ভারতের প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী, যে সাইকেলে চড়েন সেই সন্ত্রাসবাদী।”
উল্লেখ্য, সাইকেল বহুল ব্যবহৃত যান। সাধারণ মধ্যবিত্তের ভরসা। কেবল মাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতে, এমন এক নিত্য প্রয়োজনীয় জিনিসকে নিয়ে সাইকেল-সন্ত্রাসবাদী তত্ত্ব খাড়া করে বসলেন মোদী। উঠল হাসির রোল। শুরু হয়েছে নিন্দার ঝড়ও।