গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। দেখতে দেখতেই সম্পন্ন হয়েছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব। আগামী ২৩ ফেব্রুয়ারি চতুর্থ দফার নির্বাচন। তার আগেই এবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, মানুষের হাতে খাবার কেনার জন্য কোনও টাকা নেই, চাকরির শূন্য পদ কবে পূরণ হবে সেই জন্য সকলে অপেক্ষা করে আছেন সেখানে বিজেপি সকলকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘আজেবাজে কথা বলেন’ বলেও অভিযোগ করেন সোনিয়া কন্যা। তাঁর দাবি, ‘উত্তরপ্রদেশের জনগণ কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি থেকে মুক্তি, নারী ক্ষমতায়ন, কৃষকদের শক্তিবৃদ্ধি এবং চড়া বিদ্যুতের বিল থেকে মুক্তি পেতে চায়।’
প্রসঙ্গত, সোমবার উত্তরপ্রদেশের হারদোইতে ছিল কংগ্রেসের এক নির্বাচনী সভা। সেই প্রচার সভায় অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে দাঁড়িয়েই তাঁর প্রশ্ন, শেষ পাঁচ বছরে বিজেপি সরকার জনগণের জন্য কী কাজ করেছে? প্রিয়াঙ্কার অভিযোগ, ‘তারা পাকিস্তান ও সন্ত্রাসবাদ নিয়ে কথা বলে, ধর্ম নিয়ে কথা বলে তবে বেকারত্বের সন্ত্রাস নিয়ে কোনও কথা শোনা যায় না, মূল্যবৃদ্ধি নিয়েও কোনও কথা বলে না। মানুষের কাছে খাবার কেনার টাকা নেই তাই তারা মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের সন্তানরা সারাজীবন সরকারি রেশনের ওপর নির্ভর করে থাকবে, এটা হতে পারে না। অল্প কিছু টাকা ও রেশনে সবাই আত্মনির্ভর হতে পারবেন না। বিজেপি বলে সকলের চর্বি বের করে দেবে, আমি জানতে চাই নিয়োগ কবে বেরবে?’