সম্প্রতি ‘নিউ ইয়র্ক টাইমসের’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, ইজরায়েলের এনএসও নামে সংস্থা প্রায় এক দশক ধরে আড়ি পাতার স্পাইওয়্যার বিভিন্ন দেশের গোয়েন্দা এবং আইন প্রণয়ণকারী সংস্থাকে বিক্রি করে আসছে। তাদের প্রতিবেদনে এই কথাও উঠে এসেছে যে ২০১৭ সালে ইজরায়েল থেকে ফোনে আড়ি পাতার স্পাইওয়্যার ‘পেগাসাস’ কিনেছিল ভারত। আর তারপরই আড়িপাতা কাণ্ড নিয়ে নতুন করে মোদী সরকারকে চেপে ধরে বিরোধীরা। এরই মধ্যে এবার পেগাসাস কাণ্ডের তদন্তে সুপ্রিম কোর্টের তৈরি বিশেষজ্ঞ কমিটি অন্তর্বর্তী রিপোর্ট পেশ করল। আগামী কাল, বুধবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি। তার আগেই এই রিপোর্ট পেশ করা হল।
প্রসঙ্গত, পেগাসাস মামলার শুনানিতে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট বিবেচনা করা হবে। গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। ওই কমিটির শীর্ষে রয়েছেন প্রাক্তন বিচারপতি আর ভি রবীন্দ্রন। সূত্রের খবর, প্রাক্তন বিচারপতি আর ভি রবীন্দ্রনের নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি পেগাসাস তদন্তে আরও সময় চেয়েছে শীর্ষ আদালতের কাছে। হিন্দুর প্রাক্তন প্রধান সম্পাদক এন. রাম এবং সিনিয়র সাংবাদিক শশী কুমারের একটি মামলা-সহ ১২টি মামলা প্রধান বিচারপতি (সিজেআই) এনভি রমনার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চের সামনে তালিকাভুক্ত করা হয়েছে। জানা গিয়েছে আইনজীবী মনোহর লাল শর্মার দায়ের করা প্রধান মামলাটি বিশেষজ্ঞ কমিটির জমা দেওয়া অন্তর্বর্তী রিপোর্টের সঙ্গে শোনা হবে।