সোমবার রুশপন্থী বিদ্রোহীদের দখলে থাকা ডোনেৎস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের মর্যাদা দিয়েছে রাশিয়া। যার ফলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ এখনের সময়ের অপেক্ষা মাত্র। এই চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির আঁচ পড়ল ভারতের শেয়ার বাজারেও। মঙ্গলবার দিনের শুরুতেই সেনসেক্স পড়ল প্রায় ১২০০ পয়েন্ট। অনেকটাই নেমেছে নিফটিও।
মঙ্গলবার বাজার শুরু হতেই ইউক্রেন-রাশিয়া সংঘাতের প্রভাব বুঝতে পারেন বিনিয়োগকারীরা। বিগত কয়েকদিন ধরেই সূচকের ওঠা নামা চলছিল। তবে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণা শোনার পরই মঙ্গলবার পরিস্থিতি আরও খারাপ হয়। এদিন প্রায় ১ হাজার ২০০ পয়েন্ট পতনের পর সেনসেক্স দাঁড়িয়েছে ৫৬ হাজার ৫৯৯ পয়েন্টে। প্রায় ৩০০ পয়েন্ট পতনের পর নিফটি দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৮০-তে।
‘কোটাক সিকিউরিটিজ’-এর কর্তা শ্রীকান্ত চৌহানের কথায়, বাজারে অনিশ্চয়তা রয়েছে।কিছুটা সংশয়ে ভুগছেন বিনিয়োগকারীরা। ইউক্রেন-রাশিয়া সংঘাতের কারণে বিগত দিনে বাজারে এই ডামাডোল চলছে। তবে মিডিয়া ও মেটাল স্টকগুলির ক্ষেত্রে প্রফিট বুকিং দেখা যাচ্ছে। ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল স্টকগুলির ক্ষেত্রেও আগ্রহ দেখা গিয়েছে।