আজ, সোমবার ভাষা দিবসে শিশুদের বাংলা ভাষা নিয়ে পাঠ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক বাংলা উচ্চারণের প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ করলেন তিনি৷ আর দাবি করলেন, ‘প্রধানমন্ত্রী এখানে এসে এমনভাবে বাংলাকে বিকৃত করে যান, যাতে গোটা বাংলা অপমানিত হয়৷’
আজ নিজের বিধানসভা কেন্দ্র কামারহাটি এলাকায় প্রার্থীকে নিয়ে ভোট প্রচারে বেরিয়েছিলেন মদন মিত্র৷ সেখানেই স্থানীয় একটি মন্দিরে চলছিল ছোটদের ক্লাস৷ সেখানে ঢুকে পড়েন তিনি। মন্দির পরিদর্শন করেন মদন মিত্র এবং ছোটদের ক্লাসও নেন৷
তিনি বলেন, ‘বাচ্চাদের ক্লাস নিলাম৷ রামকৃষ্ণ পরমহংস বলেছেন দুধটুকু দিবি, জলটুকু ফেলে দিবি৷’ এরপরই পদ্ম বানানের উচ্চারণ প্রসঙ্গে মোদীকে তীব্র কটাক্ষ করে বলেন, ‘পদ্ম বানান লিখতে গিয়ে কেউ বলতে পারে, কেন ক’দিন আগে প্রধানমন্ত্রী তো অন্য জায়গায় ছাপ দিতে বললেন! তাই তাদের যাতে ভুল না হয়, তাই ঠিকটা শিখিয়ে গেলাম!’
মদন মিত্র দাবি করেন, ‘শুধু উচ্চারণে ভুল নয়, একাধিক ক্ষেত্রে বাংলা ভাষাকে বিকৃত করার চেষ্টা করছে গেরুয়া শিবির৷ যে কোনও ভাষাকে চ্যালেঞ্জ করে বলছি, অঞ্চলকে মণ্ডল বলা যায় না৷ কিন্তু বিজেপি তাই বলে৷ আসলে ওরা এভাবে বাংলা ভাষার বিকৃতি করছে৷ এটার প্রতিবাদ হওয়া জরুরি৷’