অব্যাহত পদ্মশিবিরির আভ্যন্তরীণ টানাপোড়েন। বর্তমানে বঙ্গ বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে দলের মধ্যে যে ক্রমাগত অসন্তোষ ও টালমাটাল অবস্থা চলছে, সে বিষয়টি ফের প্রকাশ্যে এল। এবার সংঘ প্রধান মোহন ভগবতের কাছে অভিযোগ জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বললেন, রাজ্য বিজেপির দায়িত্বে থাকা অনেকেরই সংগঠনে অভিজ্ঞতা কম, নতুন এসেছে দলে। ফলে একটা সমস্যা তৈরি হয়েছে। বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যেই দলের বর্তমান পরিস্থিতি নিয়েও সংঘ প্রধানকে বিস্তারিত বলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। কারও নাম না করে রাজ্য বিজেপির বর্তমান সমস্যাগুলি তুলে ধরে কড়া নালিশ করেছেন দিলীপবাবু, সূত্র অনুযায়ী খবর এমনটাই।
উল্লেখ্য, রাজ্য বিজেপির সভাপতি হিসেবে সুকান্ত মজুমদার দায়িত্ব নেওয়ার পর নতুন করে রাজ্য কমিটি ঘোষণা করা হয়। নতুন রাজ্য কমিটি থেকে পুরনোদের বাদ দেওয়া হয়। শুরু হয়ে যায় বিদ্রোহ। একাধিক বিধায়কদের ক্ষোভও প্রকাশ্যে আসে। এরপর জেলা জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সকলেই রাজ্য বিজেপির বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী তথা দলের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী ও তার টিম এবং সেই টিমে থাকা কয়েকজন তৎকাল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। যেভাবে নতুন টিম দল পরিচালনা করছে তা নিয়ে ক্ষোভ চরমে ওঠে। সংঘের কার্যকর্তারাও পুরোও বিষয়টি নিয়ে বিজেপির বর্তমান রাজ্য নেতাদের বিরুদ্ধে কার্যত তিতিবিরক্ত। এই পরিস্থিতিতেই গত ৩১শে জানুয়ারি প্রথম কলকাতায় আসেন সংঘ প্রধান মোহন ভাগবত। তখন দু’দিন ধরে সংঘ পরিবারের আভ্যন্তরীণ বৈঠক হয়েছিল। এরপর আবার রাজ্য সফরে আসেন ভগবত। সেই সময়ই গত ১৪ই ফেব্রুয়ারি কলকাতায় মোহন ভগবতের সঙ্গে দেখা করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এবং বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার। রাজ্যের বর্তমান পরিস্থিতি ও দলের সাংগঠনিক অবস্থা নিয়ে কথা হয় তাঁদের মধ্যে।