৬ বছর আগে আসানসোলের হিন্দুস্তান কেবলস কারখানাটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেয় কেন্দ্রের ভারী শিল্প মন্ত্রক। এবার হিন্দুস্তান কেবলস-এর সেই জমিতে নতুন করে শিল্প তৈরি করতে চলেছে রাজ্য। সূত্রের খবর, নবান্নের নির্দেশে রাজ্য ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে হিন্দুস্তান কেবলস-এর জমির পরিমাণ কতটা আছে তা নিয়ে সার্ভে করার কথা বলা হয়। ইতিমধ্যেই যৌথ উদ্যোগে সেই সার্ভে প্রক্রিয়া শেষ করা হয়েছে।
সূত্রের খবর, সার্ভে প্রক্রিয়া শেষ করে নবান্নতে রিপোর্ট পাঠানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ৯৪৭ একর জমি রয়েছে আসানসোলের রুপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলস-এর অধীনে। এবার সেই জমি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে রাজ্য। কর্মচারীদের বেতন, গ্র্যাচুয়িটি বাবদ এই সংস্থার এখনও বকেয়া রয়েছে ৩০০ কোটি টাকা। ইতিমধ্যেই ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা জমির কত দাম হতে পারে, তা নিয়ে আলাপ-আলোচনা শুরু করেছেন বলে সূত্রের খবর।
সেক্ষেত্রে এই ৯৪৭ একর জমির ওপর নতুন করে কোনও শিল্প করা যায় নাকি সেই নিয়ে নবান্নের শীর্ষপর্যায়ে আলাপ-আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, আগামী এপ্রিল মাসের ২০ ও ২১ তারিখে বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে। সেদিকে তাকিয়ে রাজ্যের শিল্প সম্ভাবনাকে আরও ব্যাপকভাবে প্রসারিত করতে চাইছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারংবার রাজ্যের শিল্পে বিনিয়োগের পক্ষে সওয়াল করছেন।
ইতিমধ্যেই তাজপুর সমুদ্র বন্দর নিয়ে আগ্রহ প্রকাশ করেছে আদানি গোষ্ঠী। শুধু তাই নয়, উত্তরবঙ্গে শিল্প সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই মুখ্যসচিব উত্তরবঙ্গের শিল্প সামিট করেছে। সেখান থেকেও কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে উত্তরবঙ্গ থেকে রাজ্যের শিল্প সম্ভাবনা উজ্জ্বল করার জন্য। আর এবার আসানসোলের রূপনারায়ণপুরে হিন্দুস্তান কেবলস-এর জমিতে নতুন করে কোনও শিল্প বা শিল্পপার্ক তৈরির ভাবনাচিন্তা শুরু করল রাজ্য।