বেশ কিছুদিন ধরেই হিজাব বিতর্ক নিয়ে উত্তাল বিজেপি শাসিত কর্ণাটক। যার আঁচ এখন কর্ণাটকের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে গোটা দেশজুড়েই। এবার নাগরিক অধিকার প্রয়োগ করতে হলে হিজাব ছেড়ে বুথে ঢুকতে হবে বলে হুমকি দিলেন তামিলনাড়ুর বিজেপি নেতা!
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, শনিবার তামিলনাড়ুর মেলুরে চলছে পঞ্চায়েত ভোট। হিজাব খুলে ভোট দেওয়ার ঘটনাটি ঘটে আল-আমিন স্কুলে। হিজাব পরে বুথে ঢুকতে মহিলাকে বাধা দেন বিজেপির এজেন্ট গিরিরাজন। মহিলাকে সাফ জানিয়ে দেন, ভোট দিতে গেলে হিজাব খুলে ফেলতে হবে। এই নিয়ে ওই এজেন্ট এবং মহিলা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। মহিলা পদ্মশিবিরের নেতাকে সাফ জানিয়ে দেন, তিনি কোনও অবস্থাতেই হিজাব খুলবেন না। ভোট দেবেন হিজাব পরে।
তর্কাতর্কির খবর বুথের বিরোধী এজেন্টের কানে যেতে তারা বাইরে বেরিয়ে এসে মহিলার দাবিকে সমর্থন জানান। সেই সঙ্গে বুথের দায়িত্বে থাকা আধিকারিকের কাছে তারা দাবি তোলেন পদ্মশিবিরের ওই নেতা তথা এজেন্টকে সরিয়ে দেওয়ার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শেষ পর্যন্ত চাপে পড়ে পদ্মশিবিরের এজেন্ট ওই মহিলাকে হিজাব পরেই বুথে ঢোকার অনুমতি দেন।