কিছুদিন আগেই তাঁকে খলিস্তানি জঙ্গি বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রাক্তন এক আপ বিধায়ক। শুক্রবার তারই পাল্টা জবাব দিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন তিনি বলেন, ‘আমি মনে হয় পৃথিবীর সবথেকে মিষ্টি জঙ্গি, যে সাধারণ মানুষের জন্য রাস্তা, হাসপাতাল বানিয়ে তাঁদের উপকার করেছে।’
উল্লেখ্য, গত রবিবারই কেজরিওয়ালের দলের প্রাক্তন বিধায়ক তথা আম আদমি পার্টির শীর্ষ স্থানীয় নেতা কুমার বিশ্বাস সরাসরি আপ সুপ্রিমোর দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, ‘দিল্লীর মুখ্যমন্ত্রীর সঙ্গে একজন বিচ্ছিন্নতাবাদী জঙ্গির কোনও পার্থক্য নেই। কেজরিওয়াল নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দিল্লিকে আলাদা একটি রাজ্য বানানোর দাবি জানিয়েছেন।’ একটি ভিডিও বার্তায় কুমার বিশ্বাস কেজরিওয়ালের বিরুদ্ধে এই সমস্ত মন্তব্য করেন।
শুক্রবার এই সমস্ত মন্তব্যেরই পাল্টা জবাব দেন দিল্লীর মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেন, ‘তারা সবাই আমার বিরুদ্ধে দল বেঁধেছে এবং আমাকে সন্ত্রাসী বলছে। এটা একটি অত্যন্ত হাসির বিষয়। যদি তাই হয়, তাহলে কেন (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদিজি আমাকে গ্রেফতার করছেন না? আমি তাহলে মনে হয় বিশ্বের সবচেয়ে মধুর সন্ত্রাসী যে সাধারণ মানুষকে স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, রাস্তা, পানি সরবরাহ করে সর্বদা তাঁদের পাশে থাকে।’