আর কাঁচা বাদাম বিক্রি করবেন না ভুবন বাদ্যকর। এখন তো তিনি গান গেয়ে সেলেব্রিটি, তাই সেই দিকেই বেশি মন দেবেন তিনি। চর্চা করবেন গানের। ইতিমধ্যেই তাঁর সুপারভাইরাল কাঁচাবাদাম গানের দরুণ এক বছরের জন্য তিন লক্ষ টাকার চুক্তি সই করেছেন তিনি। হাতে পেয়ে গেছেন তার মধ্যে দেড় লক্ষ টাকাও।
এবার বাদাম বেচা ছেড়ে দিয়ে গানের সাধনা করবেন তিনি। আরও নতুন গান বাঁধবেন, গাইবেন। বৃহস্পতিবার বীরভূমের ইলামবাজারের একটি অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন ভুবন বাদ্যকর।
গান যত ছড়িয়েছে, ততই খ্যাতি বেড়েছে ভুবনের। বাংলার অন্যতম রিয়্যালিটি শো ‘দাদাগিরি’র মঞ্চে ডাক পেয়েছিলেন তিনি। সম্প্রতি নবান্নে ডেকেও সংবর্ধনা দেওয়া হয়েছে ভুবনকে।
এসবের পরে এবার ভুবনের নজর গানের দুনিয়ার দিকেই। তাঁর এই খ্যাতি তিনি কাজে লাগাতে চান, আরও বাড়াতে চান। তাই এবার আর বাদাম বেচা নয়, এবার গানের সাধনাতেই মাতবেন তিনি।
ভুবন এদিন বলেন, ‘এক বছরের চুক্তি সই করলাম, দেড় লক্ষ টাকা পেয়েছি, বাকি দেড় পরে পাব। বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় আমার গানে সবাই নাচছে, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে আমার গান, আমার খুব আনন্দ হচ্ছে।’
ইলামবাজারের গোধূলিবেলা মিউজিক কোম্পানি প্রথম শিল্পী ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছিল। এবার খাতায়-কলমে ভুবনের সঙ্গে কপিরাইট চুক্তি স্বাক্ষর করল তারা। চুক্তিতে ঠিক হয়েছে, ভুবনের ওই গান ব্যবহার করার আগে অনুমতি নিতে হবে প্রত্যেককে।
শিল্পী ভুবন বাদ্যকরের ব্যবসায়িক স্বার্থের দিকটিও অক্ষুণ্ণ রেখেছে তারা, ভুবনকে দেওয়া হবে তিন লক্ষ টাকার পারিশ্রমিক। এর মধ্যে ইতিমধ্যে দেড় লক্ষ টাকা পেয়েছেন। আগামী সপ্তাহেই বকেয়া দেড় লক্ষ টাকা পেয়ে যাবেন বলে কথা হয়েছে।
বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন এতদিন কাঁচা বাদামের বস্তা সাইকেলে করে নিয়ে ঘুরে বেড়াতেন গ্রাম থেকে গ্রামে। সাইকেলের পরে পুরনো একটা মোটর সাইকেলে করেই চলছিল ব্যবসা।
সেই কাঁচা বাদাম বিক্রি করতে গিয়েই গান বেঁধেছিলেন তিনি, যে গান এখন রাজ্য, দেশের সীমা ছাড়িয়ে সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে। একের পর এক শিল্পী এই গান কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়া মাতাচ্ছেন। হইহই করে চলছে চলছে ডাবসম্যাশ এবং নাচের রিলস।