গরুর দুধে সোনা পাওয়ার তত্ত্ব তাঁর মুখেই প্রথম শোনা দিয়েছিল। তাই সম্প্রতি উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গার গোবর্ধনপুরে গরুর মূত্র এবং গোবর থেকে সোনা জাতীয় ধাতব বস্তুর খোঁজ মিলেছে বলে রীতিমতো শোরগোল পড়ে যেতেই ফের খবরের শিরোনামে উঠে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
কারণ সে প্রসঙ্গে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া ছিল, ‘যারা গোমূত্র-সোনার মূল্য বোঝেন না তাঁরা অনেক সমালোচনা করেছিল। কিন্তু, পৃথিবীতে বিজ্ঞান নিয়ে অনেক গবেষণা হচ্ছে। তাতে অনেক তথ্য এসেছে। সেগুলি খুঁজে দেখা উচিত। কিছু মানুষ না জেনে হাসাহাসি করেন, তাদের দেখলে তাঁর দয়া হয়।’ এবার সেই ঘটনার পাল্টা ‘প্রতিক্রিয়া’ এল তৃণমূলের তরফে। পুরভোটের প্রচারে মধ্যমগ্রামে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তাঁর সামনে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখাল তৃণমূল। মধ্যমগ্রাম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ইন্দ্রানী সাহা দেবনাথের প্রচার সেরে ফেরার সময় দিলীপ ঘোষের কনভয়ে সামনে জয় বাংলা স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। শুধু তাই নয়, দুধের প্যাকেট থেকে সোনা পাওয়া গেছে বলেও তৃণমূল কর্মী-সমর্থকরা কটাক্ষ করেন বিজেপি নেতাকে।
