এবার কোভিড চিকিৎসার আউটডোরের খরচ মিলবে ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিমের আওতায়। যদি কেউ করোনা পজিটিভ হন, তাহলে ওপিডিতে চিকিৎসা করানোর জন্য নিজের অর্থ ব্যয় করলে পরে তা দিয়ে দেবে রাজ্য সরকার।
বুধবার স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে নতুন করে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন। যা আগের দিনের তুলনায় বেশি। পজিটিভিটি রেট ১.১৮ শতাংশ। মৃত্যু হয়েছে ১৮ জনের। রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৯৫ জন উত্তর ২৪ পরগনার।
অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে কলকাতার একদিনে আক্রান্ত সেখানকার ৫৮ জন। আগেরদিন ওই জেলায় সংক্রমিতের সংখ্যা ছিল ৭১।
বুধবার অর্থ দপ্তরের মেডিক্যাল সেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, এতদিন পর্যন্ত আউটপেশেন্ট ডিপার্টমেন্ট বা ওপিডিতে ১৬টি রোগ বা অসুস্থতার চিকিৎসায় ‘রিইমবার্স’ বা পরবর্তী খরচ মিটয়ে দিত রাজ্য সরকার। এবার সেই তালিকায় কোভিডও অন্তর্ভুক্ত করা হল বলে এদিন বিজ্ঞপ্তিতে জানিয়েছেন অর্থ সচিব মনোজ পন্থ।
আর এই ব্যবস্থা হওয়ার পরে আরটি-পিসিআর, ট্রুন্যাট, সিবিন্যাট পরীক্ষায় করোনা রিপোর্ট পজিটিভ হলে ওপিডিতে চিকিৎসার খরচ ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিমের আওতায় দেওয়া হবে। যদি কারও রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে শুধুমাত্র কোভিড পরীক্ষার খরচই মিলবে।
অন্যান্য কোনও খরচ দেওয়া হবে না। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা আক্রান্তের ক্ষেত্রে ‘প্যাকেজ বেসড স্যাটেলাইট ফেসিলিটি’ বা ‘পিবিএসএফ’ বা এই ধরনের কোনও চিকিৎসায় কোনও অর্থ ‘রিইমবার্স’ দেওয়া হবে না।