গত মাসেই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। জীবন সায়াহ্নে এসে দেওয়া হচ্ছে পদ্ম পুরস্কার। তাও পদ্মভূষণ, পদ্মবিভূষণ নয়, পদ্মশ্রী! ক্ষোভে-অভিমানে পত্রপাঠ তা ফিরিয়ে দিয়েছিলেন গীতশ্রী। মোদী সরকারের সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি কবীর সুমনও। ঘটনার তীব্র বিরোধিতা করে গর্জে উঠেছিলেন সাংবাদিক সম্মেলনেও। এত বড় ধাক্কাটা কীভাবে সামলাবেন প্রবীণ শিল্পী? তা নিয়ে উদ্বেগে প্রকাশ করেছিলেন। এবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে ফের ঘুরিয়ে সেই কেন্দ্রকেই কাঠগড়ায় তুলে দিলেন সুমন। বুধবার সকালে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, ‘হিন্দি হিন্দুত্ব হিন্দিয়াবাদীরা সফল। বাংলার সুরসম্রাজ্ঞীকে অপমান করে তাড়ানো গেছে।’ কেন্দ্রে বিজেপি সরকারকে বরাবরই ‘উগ্র হিন্দুবাদী’ বলে আক্রমণ করে থাকেন সুমন। সম্প্রতি যা নিয়ে বিস্তর বিতর্কও হয়েছে। তাই এদিনের এই পোস্টে তিনি ঠিক কোন দিকে আঙুল তুলেছেন, তা বুঝতে বিশেষ অসুবিধা হয় না।
উল্লেখ্য, গত মাসেই পদ্মশ্রী সম্মানের তালিকায় নাম ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের। তবে সেই সম্মান প্রত্যাখ্যান করেছিলেন গীতশ্রী। সে সময় কবীর সুমন মোদী সরকারকে একহাত নিয়ে বলেছিলেন, ‘বিদ্বেষপূর্ণ’ মনোভাব থেকেই গীতশ্রীকে পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ছিল কেন্দ্র! তাঁর ভারতরত্ন পাওয়া উচিত। জানিয়েছিলেন, ‘যে ভারত সরকার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়ার ধৃষ্টতা দেখালো, আমি কবীর সুমন, তাদের জুতো পেটা করতে চাই। আমার প্রথম প্রতিক্রিয়া এটাই। আমার এ মন্তব্য শোনার পর কেউ গ্রেপ্তার করতে পারেন। মানহানির মামলা করতে পারেন। তাতে আমি বিন্দুমাত্র ভয় পাচ্ছি না। বাংলার সন্তান আমি। নিজেকে বাঙালি বলতে গর্ব বোধ করি। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সারা বিশ্বের বাঙালির গর্ব। তাঁকে ছোট করে বাঙালিকে হেয় করলো এই সরকার। রাম শ্যাম যদু মধু পদ্মভূষণ, পদ্মবিভূষণ। আর গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় স্রেফ পদ্মশ্রী! এই কেন্দ্রীয় সরকার নির্লজ্জ নয় তদুপরি বেহায়া।’
