সাতসকালে চাঞ্চল্য ছড়াল দিল্লীতে। নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বাড়িতে গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করেন এক ব্যক্তি। তৎক্ষণাৎ তাঁকে হাতেনাতে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। পুলিশি জেরায় ধৃত ব্যক্তি দাবি করেন, তাঁর শরীরে চিপ বসানো আছে। তাঁকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে।
যদিও তল্লাশি চালিয়ে তেমন কিছু পাওয়া যায়নি। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দিল্লী পুলিশের এক সূত্র জানিয়েছে, সম্ভবত ওই ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ। ওই ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লী পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চ।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি একটি গাড়ি নিয়ে সেখানে হাজির হন। কিন্তু অজিত ডোভালের বাসভবনের সামনে মোতায়েন নিরাপত্তা কর্মীরা তাঁকে আটক করেন। তাঁদের ওই ব্যক্তি বলেন, তাঁর শরীরে চিপ বসানো রয়েছে। দূর থেকে কেউ সেই চিপের মাধ্য়মে তাঁকে নিয়ন্ত্রণ করছে। যদিও তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। ধৃতের অসংলগ্ন কথাবার্তা থেকে পুলিশের অনুমান, তিনি মানসিক ভারসাম্যহীন। দিল্লী পুলিশের সূত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এবিষয়ে বলতে গিয়ে জানিয়েছে, ‘প্রাথমিক তদন্ত থেকে মনে করা হচ্ছে উনি মানসিক ভাবে অসুস্থ’।
জানা গিয়েছে, ধৃতকে লোধি কলোনিতে স্পেশাল সেলের দফতরে নিয়ে যাওয়া হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। কেবল স্পেশাল ব্র্যাঞ্চই নয়, সন্ত্রাস বিরোধী শাখার তরফে ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।