২০২১ সালে কৃষক আন্দোলন চলাকালীন তাঁর নাম খবরের শিরোনামে উঠে এসেছিল। এবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল লালকেল্লা হিংসা মামলার অন্যতম অভিযুক্ত সেই দীপ সিধুর। জানা গিয়েছে, সন্ধ্যায় দিল্লীর ভাতিন্দা থেকে পাঞ্জাবের দিকে রওনা দিয়েছিলেন তিনি। হরিয়ানার খারখোদায় ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে তাঁর গাড়িতে একটি ট্রাক ধাক্কা মারে। গুরুতর আহত সিধুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, পাঞ্জাবের গায়ক-অভিনেতা দীপ সিধুর বিরুদ্ধে কৃষক আন্দোলনকে ভুল পথে চালনা করার অভিযোগ ছিল। লুকআউট নোটিস জারি হতেই বেপাত্তা হয়ে গিয়েছিলেন সিধু। অজ্ঞাতবাসে থেকেই ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেখানে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন ওই অভিনেতা। সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় ৫ লক্ষ লোক ছিল। অথচ কাউকে না ধরে তাঁকেই কেন কাঠগড়ায় তোলা হচ্ছে? সেই প্রশ্ন করেন সিধু। তবে শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ে যান সিধু।