মঙ্গলবার রাতেই প্রয়াত ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্য়ায়। তাঁর মৃত্যুর খবর পেয়েই টুইটে শোকজ্ঞাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় ও প্রশাসনিক কাজে উত্তরবঙ্গে সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শোনা যাচ্ছে, বুধবার বিকেলেই ফিরতে কলকাতায় ফিরতে পারেন তিনি। যোগ দিতে পারেন প্রয়াত সঙ্গীতশিল্পীর পারলৌকিক ক্রিয়ায়।
গত ১৪ ফেব্রুয়ারি উত্তরবঙ্গে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিনই আবার বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর-সহ চার পুরনিগমে ভোটের ফলাফল ঘোষিত হয়। কার্যত, চার পুরনিগমেই ঘাসফুলের ঝোড়ো ব্যাটিং। খুঁজে পাওয়া যায়নি বিরোধীদের। মঙ্গলবারই উত্তরবঙ্গে শিলিগুড়ি পুরনিগমের জয়ী কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর রওনা হন কোচবিহারের পথে। তবে, শোনা যাচ্ছে, বুধবার তাঁর কর্মসূচির কিছু কাটছাট হতে চলেছে।
সূত্রের খবর, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারে যে নির্ধারিত কর্মসূচি ছিল তা অপরিবর্তিত থাকবে। তিনি সকালের দিকে কোচবিহারের অনুষ্ঠানে যোগ দেবেন। সেই অনুষ্ঠান সেরেই তিনি কলকাতায় ফিরবেন। এদিন, কোচবিহারে একটি প্রশাসনিক বৈঠকও রয়েছে। তবে এবার মূলত অনন্ত মহারাজের আমন্ত্রণেই কোচবিহারে যাওয়ার পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর। সম্ভবত সেই কর্মসূচি বাতিল হতে পারে। বুধবার বিকেলেই কলকাতায় ফিরবেন মুখ্য়মন্ত্রী। অন্তত সম্ভাবনা তেমনই।
সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। রাজ্যের সর্বোচ্চ মর্যাদায় গান স্যালুট দিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে গায়িকার। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের দেহ শায়িত থাকবে রবীন্দ্র সদনে। সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানাবেন অনুগামী ও ভক্তরা।