আসন্ন পুরনির্বাচনের আগে রাজনৈতিক সৌজন্যের নজির দেখা গেল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সন্ধ্যা সিনেমা হল সংলগ্ন এলাকায়। মাটিতে লুটিয়ে পড়েছিল বিজেপির পতাকা। রাস্তার কুকুর মুখে নিয়ে তা টানাহ্যাঁচড়া করছিল। পতাকা উদ্ধারের ব্যবস্থা করেন ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী। ২৫টি ওয়ার্ড নিয়ে গঠিত বালুরঘাট পুরসভা। আগামী ২৭শে ফেব্রুয়ারি ভোটগ্রহণ। তার আগে প্রচারে ব্যস্ত সবদলের প্রার্থীরা। বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে পতাকা। বিভিন্ন শিবিরের পতাকা ছড়িয়ে রয়েছে শহরে। ২২ নম্বর ওয়ার্ডের এক তৃণমূল কর্মীর মাধ্যমে প্রদীপ্তা চক্রবর্তী খবর পান, সন্ধ্যা সিনেমা হল সংলগ্ন এলাকায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে গেরুয়া শিবিরের একাধিক পতাকা। রাস্তার কুকুরেরা তা নিয়ে টানাটানি করছে।
এরপর খবর পেয়েই ঘটনাস্থলে যান প্রদীপ্তা চক্রবর্তী। প্রথমে তিনি স্থানীয় বিজেপি প্রার্থীকে ফোন করার চেষ্টা করেন। তাঁর ফোন সুইচ অফ থাকায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করার চেষ্টা করেন। কারণ ২২ এই ওয়ার্ডেরই ভোটার তিনি। কিন্তু এলাকায় ফোনের নেটওয়ার্কে কিছু সমস্যা থাকায় সুকান্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। শেষে স্থানীয় পুলিশ আধিকারিককে ফোন করেন প্রদীপ্তা চক্রবর্তী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পতাকাগুলি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রদীপ্তা চক্রবর্তী জানান, পতাকা যে দলেরই হোক তা সম্মানের। এভাবে ভূলুন্ঠিত হতে দেওয়া যায় না।
