আজ, শনিবার বিধাননগর-সহ রাজ্যের ৪ পুরসভায় চলছে ভোট। সকাল ১১টা পর্যন্ত চার পুরনিগমে ভোট পড়েছে ২৯.২৫ শতাংশ। এদিন আসানসোলে ভোট পড়েছে ৩০.৪২ শতাংশ, বিধাননগরে ২৯.৮১ শতাংশ, চন্দননগরে ২৫.৬৯ শতাংশ এবং শিলিগুড়িতে ভোট পড়েছে ২৮.০৭ শতাংশ।
প্রসঙ্গত, কলকাতা কর্পোরেশনে যেদিন ভোট ছিল সেদিন কলকাতায় জবুথবু ঠান্ডা ছিল। তাই অনেকেই ভোটমুখী হননি। বুথে মানুষের ভিড় বেড়েছিল বেলা বাড়ার পরে। কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে চার পুরনিগমের ভোটে সেই ঠান্ডা নেই। তাই সকাল থেকেই বুথে বুথে ভোট দেওয়া ঢল। যার ফলস্বরূপ চার ঘণ্টার মধ্যেই প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে চার পুরনিগমের নির্বাচনে।
