কংগ্রেস সাংসদ শশী থারুরের লোকসভায় একটি প্রশ্নের উত্তরে, শিক্ষা মন্ত্রক প্রকাশ করেছে যে ২৩ টি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) জুড়ে ৪০ % এরও বেশি শিক্ষকের পদ বর্তমানে খালি রয়েছে। আইআইটিতে ৪০ % শূন্য পদ। জানাল শিক্ষা মন্ত্রক। চাকরি, চাকরি এবং আরও বেশি চাকরির দাবিই উত্তরপ্রদেশের রাজনীতির গতি নির্ধারণ করবে।
যদিও শিক্ষা মন্ত্রকের প্রতিক্রিয়া বিশদভাবে জানায় যে এই শূন্যপদগুলি পূরণ করার জন্য একটি নিয়োগ অভিযান চলছে, বিশেষ করে সংরক্ষিত তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) বিভাগ এবং অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ (ইডব্লিউএস) থেকে অনুষদের জন্য। মন্ত্রকের দেওয়া তথ্যে দেখা গিয়েছে যে বর্তমানে ৬৫১১ শিক্ষক আইআইটি-তে কাজ করছেন, বর্তমানে ৪৩৭০ টি অনুষদের পদ খালি রয়েছে।
রিপোর্ট অনুসারে, পুরোনো, বড় আইআইটি গুলির মধ্যে, আইআইটি ধানবাদে ৫৭.২% পদ খালি, আইআইটি খড়গপুরে ৫৩.৪% শূন্য এবং আইআইটি দিল্লিতে মাত্র ৯.৪% শূন্য পদ আছে। তথ্যে দেখা গিয়েছে যে ৬৫১১ শিক্ষকের মধ্যে মাত্র ১২% এই সংরক্ষিত বিভাগের অন্তর্গত।
এটি সরকারের রিজার্ভেশন নীতি থাকা সত্ত্বেও যার জন্য ৭.৫% টিচিং পজিশন সিডিউল কাস্ট এর লোকদের জন্য, ১০% এডব্লিউএস, ১৫% এসটি এবং ২৭% ওবিসিদের জন্য সংরক্ষিত থাকতে হবে। এটি রিজার্ভ বিভাগ থেকে মোট ফ্যাকাল্টি সদস্যদের নিয়ে আসবে, আদর্শভাবে, ৫৯.৫%।
অনুষদে সংরক্ষিত শ্রেণির প্রতিনিধিত্বের ক্ষেত্রে সবচেয়ে খারাপ আইআইটি ছিল আইআইটি বম্বে, যেটির অনুষদের মাত্র 3.8% সংরক্ষিত বিভাগ থেকে রয়েছে। আইআইটি দিল্লি, কম শূন্যপদ থাকা সত্ত্বেও, এই ক্ষেত্রেও দরিদ্র, মাত্র ৬.৫% সংরক্ষিত-শ্রেণীর অনুষদ রয়েছে।
গত বছরের আগস্টে, শিক্ষা মন্ত্রক আইআইটি-এর পাশাপাশি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) কে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান (শিক্ষক ক্যাডারে সংরক্ষণ) আইনের ভিত্তিতে নিয়োগে সংরক্ষণ প্রয়োগ করার নির্দেশ দিয়েছিল।
যদিও আগে, রিজার্ভেশন মূলত জুনিয়র-স্তরের ফ্যাকাল্টি পদে (যেমন সহকারী অধ্যাপক পদ) শূন্যপদগুলির জন্য প্রয়োগ করা হচ্ছিল, মন্ত্রকের নির্দেশের পরে, বেশ কয়েকটি আইআইটি আরও সিনিয়র পদগুলিতেও সংরক্ষিত-শ্রেণির প্রার্থীদের জন্য বিজ্ঞাপন দেওয়া শুরু করেছিল। সরকারের সিদ্ধান্ত অবশ্য রিজার্ভেশন নিয়ে বিতর্ককে নতুন করে জাগিয়েছে ইনস্টিটিউটগুলির মধ্যে সূত্রের দাবি যে রিজার্ভেশন, আংশিকভাবে, আইআইটি-তে শূন্যপদের দিকে নিয়ে যাচ্ছে।