বুধবারই রাহুল গান্ধীকে, কার্যত গান্ধী পরিবারকে নিশানা করে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন তিনি রাহুল গান্ধীর প্রশ্নের উত্তর দেন না সেটাও জানিয়েছিলেন। এবার এনিয়েই পালটা মোদীকে নিশানা করলেন রাহুল গান্ধী। হরিদ্বারের মঙ্গলপুর বিধানসভা এলাকায় এদিন প্রচারে বেরিয়ে রাহুল বলেন, ‘তিনি ভাবেন সকলে তাঁকে ভয় পাবেন। প্রধানমন্ত্রী ভাবেন তিনি ইডি ও সিবিআই দিয়ে সবাইকে ভয় দেখাবেন। কিন্তু আমি তাঁকে ভয় পাইনা। বরং তাঁর একগুঁয়ে মনোভাব দেখে হাসি পায়’।
রাহুল গান্ধী বলেন, গতকাল একটি ইন্টারভিউতে মোদীজি বলেছিলেন রাহুল শুনতে চায়না। তার মানে তিনি বলতে চেয়েছেন ইডি ও সিবিআইয়ের চাপ আমার উপর কাজ করে না। তিনি এটাই বলতে চেয়েছেন যে, কেন্দ্রীয় এজেন্সির চাপেও আমি পিছু হটে যাই না। এরপরই রাহুল গান্ধী বলেন, আমি বলতে চাই, আমি শুনব কেন? আপনি আপনার কাজ করেন না। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতি বছর ২ কোটি কর্মসংস্থান হবে। তাঁদের কাজ দেওয়া তো দূরের কথা আপনি তাঁদের কাজ ছিনিয়ে নিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষক, শ্রমিক, ছোট ও মাঝারি ব্যবসায়ীদেরও ধ্বংস করে দিচ্ছেন। নোট বাতিল ও জিএসটি লাগুর মাধ্যমে তিনি এসব করছেন। নোটবন্দীর সময় বহু গরিব মানুষ লাইনে দাঁড়ালেন। কিন্তু কোনও কোটিপতিকে লাইনে দাঁড়াতে দেখা গেল না।
ছয়মাসে তিনবার মুখ্যমন্ত্রী পরিবর্তনের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘বিজেপি বারেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী বদল করছে, কারণ জানে এরা সকলেই দুর্নীতিগ্রস্থ। তাই একজনকে সরিয়ে আরেকজন দুর্নীতিগ্রস্থ নেতাকে মুখ্য়মন্ত্রী পদে বসাচ্ছে। বিজেপিতে চোরদের লম্বা লাইন রয়েছে, উত্তরাখণ্ডে কেবল এক চোরের বদলে আরেক চোরকে বসানো হচ্ছে’।