বেশ কিছুদিন ধরেই হিজাব বিতর্ক নিয়ে উত্তাল বিজেপি শাসিত কর্ণাটক। যার আঁচ এখন কর্ণাটকের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে গোটা দেশজুড়েই। এরই মধ্যে এবার সরাসরি শিক্ষামন্ত্রী বিসি নাগেশকে মামলাকারী এক ছাত্রী এই প্রশ্ন ছুঁড়ে দিলেন যে, হিজাব নিয়ে আপত্তি কোথায়?
প্রসঙ্গত, কর্ণাটক হাইকোর্টে হিজাব বিতর্কে মামলা চলছে। আপাতত মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে। কর্ণাটকের স্কুল-কলেজের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিক্ষোভ-আন্দোলন এখন বন্ধ থাকবে। এদিকে হিজাব ইস্যু নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব বা গেরুয়া বস্ত্র, কোনওটাই পরে আসা উচিত নয় বলেই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নাগেশ। এই মন্তব্যের জবাবেই শিক্ষামন্ত্রীকে সরাসরি প্রশ্ন করেছেন হাজরা শিফা এক ছাত্রী।
হাইকোর্টে মামলাকারীদের একজন শিফাও। শিক্ষামন্ত্রীকে তাঁর প্রশ্ন, ‘হিজাব তো শুধু মাথা ঢেকে রাখে, ব্রেন নয়। তাহলে হিজাব পরা নিয়ে এত সমস্যা কেন?’ এর আগেও মুসকান নামে এক ছাত্রী প্রকাশ্যেই বলেছিলেন, এক টুকরো কাপড়ের জন্য পড়াশোনা বন্ধ করে দেওয়া হচ্ছে। কোণঠাসা করা হচ্ছে মুসলিম ছাত্রীদের।