আজ থেকে শুরু উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। আর ভোটের ঠিক একদিন আগে বিজেপিকে তুলোধোনা করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টিকে সরাসরি সমর্থন করে তিনি বলেন, কেবল মন্দির আর দাঙ্গা নিয়ে রাজনীতি করছে বিজেপি। মোদীর শাসনে গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে দেশ। লালুর মতে, বিজেপির চালচলনেই বোঝা যাচ্ছে যে বিধানসভা নির্বাচনে তারা হারতে চলেছে। রাষ্ট্রীয় জনতা দলের সভাপতির মন্তব্য, ৭৫ বছর আগে ভারত ছেড়েছিল ব্রিটিশরা। তারাই এখন বিজেপির চেহারায় দেশে ফিরে এসেছে।
লালুর কথায়, ‘হতাশ বিজেপিকে দেখেই বোঝা যাচ্ছে তারা ভোটে হারবে। ওরা কেবল দাঙ্গা আর মন্দির নিয়ে ধুঁয়ো তোলে। ৭০ বছর আগে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের দেশ ছাড়তে বাধ্য করেছিল, বিজেপির চেহারায় ব্রিটিশরাই আবার ফিরে এসেছে।’ এরপরেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে আমরা এসপিকে সমর্থন করছি।’ বিজেপির সমালোচনায় মুখর বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্য, বিজেপির ঢাক পেটানো প্রচারে ক্লান্ত হয়ে গিয়েছে উত্তরপ্রদেশের মানুষ। তাঁর সাফ কথা, ‘মোদীর শাসনে গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে দেশ। ওদের যাবতীয় বক্তব্য অযোধ্যা আর বারাণসী নিয়ে। গরিব মানুষকে নিয়ে, মূল্যবৃদ্ধি নিয়ে ওদের মুখে কোনও কথা নেই।’
