এখনও কাটেনি সংকট। জ্বর রয়েছে সুরজিৎ সেনগুপ্তের। বুধবারের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, এখনও জ্বরের কবলে প্রাক্তন ফুটবলার। সেই সঙ্গে ভেসোপ্রেসোর সাহায্যে নিয়ন্ত্রণে রাখা হয়েছে রক্তচাপ। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। করোনা সংক্রমণ নিয়ে গত ২৩শে জানুয়ারি শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সুরজিৎকে।
চিকিৎসক অজয়কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে সেখানে চিকিৎসা চলছে তাঁর। সুরজিতের দেখভাল করছেন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। বিশেষজ্ঞেরা তাঁকে সব সময় পর্যবেক্ষণে রাখছেন। বেশ কিছু দিন ধরেই ভেন্টিলেশনে রয়েছেন সুরজিৎ। ভেন্টিলেশনের সাহায্যে তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ ৯৫-৯৭ শতাংশের মধ্যে থাকছে। সুরজিতের শ্বাসযন্ত্রের সমস্যা ছিল। শারীরিক সমস্যার অবনতি হওয়ায় তাঁকে কিছু দিন আগে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে।
