সময় ক্রমশ এগিয়ে আসছে। রাজ্যে পুরভোট ১২ই ফেব্রুয়ারি ও ২৭ই ফেব্রুয়ারি। আর তা ঘিরেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আজ ছিলো মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু সময় পেরিয়ে গেলেও দেখা মিলল না বিরোধীদের।
দেখা গেল একের পর এক পুরসভা চলে আসছে তৃণমূলের হাতে। ইতিমধ্যে সাঁইথিয়া ও বজবজ পুরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। এ ছাড়া দিনহাটার বেশ কয়েকটি ওয়ার্ডেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ঘাসফুল শিবিরের।
কোথায় কোথায় জয়
বজবজ- বিনা প্রতিদ্বন্দ্বিতায় দক্ষিণ ২৪ পরগনার বজবজ পুরসভার দখল নিয়েছে তৃণমূল। বিরোধীরা ১৩ টি ওয়ার্ডে কোনও প্রার্থী দিতে পারেনি। ম্যাজিক ফিগার পার করে যাওয়ায় পুরসভার দখল নিয়েছে তৃণমূল।
দিনহাটা- কোচবিহারের দিনহাটা পুরসভায় ১৬ টি ওয়ার্ডের মধ্যে সাতটিতে জিতে গিয়েছে তৃণমূল। ১, ৩, ৭, ৯, ১৫, ১৬, ১২ নম্বর ওয়ার্ডে প্রার্থী দেয়নি কোনও বিরোধী দল।
সাঁইথিয়া- বীরভূমের সাঁইথিয়াতেও পুরসভার দখল নিয়েছে তৃণমূল। ১৬ টি ওয়ার্ডের মধ্যে মাত্র তিনটিতে বাম প্রার্থীরা মনোনয়ন দিয়েছে। আর বাকি ১৩ টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল।