বাম জমানায় ৩৪ বছরেও যা হয়নি এবার তা-ই হবে রাজ্যে। আগামীকাল, বৃহস্পতিবার রাজ্যের ৮০০ উদ্বাস্তু পরিবারের সদস্যদের হাতে জমির মালিকানা-পত্র বা দলিল তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক দশকের মধ্যে রাজ্যে উদ্বাস্তু পরিবারগুলিকে জমির মালিকানা-পত্র দেওয়ার এত বড় আয়োজন হয়নি।
সরকারি সূত্রে খবর, রাজ্যের ১১টি জেলার প্রায় ৮০০ পরিবারের হাতে কাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলিল তুলে দেওয়া হবে। ওই ১১টি জেলা হল, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদহ, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া এবং দুই দিনাজপুর।
এদের মধ্যে প্রায় একশো পরিবারের হাতে নিজেই দলিল তুলে দেবেন মুখ্যমন্ত্রী। বুধবারই ওই সব পরিবারের সদস্যের সরকারি উদ্যোগে কলকাতায় আনা হয়েছে। যুবভারতী স্টেডিয়ামে তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর। মুখ্যমন্ত্রীই ওই দফতরের মন্ত্রী। এদিন তাঁদের কোভিড পরীক্ষাও করানো হয়েছে।
প্রসঙ্গত, কেন্দ্রের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিতর্কে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বাংলায় এনআরসি, সিএএ কার্যকর করবে না তাঁর সরকার। তখনই ঘোষণা করেন, উদ্বাস্তু কলোনির যে সব পরিবার এখনও দলিল পাননি দ্রুত তাদের তা দেওয়া হবে। কারণ, কেন্দ্রের আইন নিয়ে উদ্বাস্তু পরিবারগুলিই সমস্যায় পড়তে পারে, আশঙ্কা সব মহলের।
ভূমি দফতরের খবর, যে পরিবারগুলিকে জমির পূর্ণ মালিকানা স্বত্ব বা ফ্রি হোল্ড টাইটেল ডিড দেওয়া হবে তারা অথবা তাদের পূর্ব পুরুষেরা পূর্ব পাকিস্তান থেকে এসে এখানে বসবাস শুরু করেন সরকারের জমিতে ঘর বেঁধে। কিন্তু আগের বামফ্রন্ট দরকার এবং বর্তমান সরকারের সময়ও পরিবারগুলি জমির দলিল দেওয়া হয়নি। সিএএ ইস্যু সামনে আসার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ৮০০ পরিবারকে চিহ্নিত করা হয়েছে।