সামনেই পুরনির্বাচন। তার আগেই ফের বড়সড় অস্বস্তিতে পড়ল পদ্মশিবির। বিজেপি প্রার্থী দম্পতির আপত্তিকর ছবিতে রীতিমতো ছয়লাপ শহর। আর তা ঘিরেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে দাঁইহাটে। নির্বাচনের আগে এই ঘটনায় সরগরম রাজনৈতিক মহল। রাজ্যের অন্যান্য পুরসভার সঙ্গে কাটোয়া ও দাঁইহাট পুরসভা দুটিরও ভোট হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। ঠিক তার আগেই দাঁইহাট ছড়িয়ে পড়ল বিজেপি প্রার্থী স্বামী-স্ত্রীর স্বল্প পোশাকে সমুদ্র সৈকতে ঘনিষ্ঠ মুহূর্তের ছবিতে। কোথাও আবার পোস্টারে শুধুই বিজেপি প্রার্থী বিনীতা বড়াল বিয়ারের বোতল হাতে নিয়ে শুয়ে আছেন সৈকতে। ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। এর নেপথ্যে কি দলেরই কেউ? গোষ্ঠীদ্বন্দ্বে ফের জেরবার বিজেপি? উঠছে প্রশ্ন।
যদিও তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি প্রার্থী দম্পতি বিনীতা বড়াল ও সিদ্ধার্থ বড়াল। দাঁইহাট পুরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বড়াল দম্পতি বিনীতা বড়াল ও সিদ্ধার্থ বড়াল। তাঁদের অভিযোগ, তাঁদের স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ছবিকে ‘বিকৃত’ করেছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, বিনীতা বড়াল বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সম্পাদিকাও। আর স্বামী সিদ্ধার্থ বড়াল দাঁইহাটের বিশিষ্ট ব্যবসায়ী। যদিও এই পোস্টার বিতর্কের দলের প্রতি আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী শিশির মন্ডল। তিনি বলেন, “এসবই হচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। দলের কেউ-ই এই পোস্টার দিয়েছে।”
