হাতে আর বেশিদিন নেই। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে শুরু বিধানসভা নির্বাচন। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে সবকটি রাজনৈতিক দল।এরই মধ্যে সোমবার সন্ধ্যায় লখনউয়ে পা রেখে যোগী রাজ্যে ভোটের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মঙ্গলবার লখনউয়ে অখিলেশ যাদবের সমর্থনে ভারচুয়াল প্রচারে বক্তব্য রাখতে গিয়ে এবার মুখ ফুটে নিজের পছন্দের ডিশ আর ফ্যাশনের কথাও বলে ফেললেন তিনি।
লখনউ মানেই খাঁটি নবাবিয়ানার কেন্দ্র। এখানকার নানা স্বাদে খাবারদাবার বিশেষত কাবাব মন ভরিয়েছে সকলের। রসনাপ্রিয় বাঙালি তো কাবাবে মজেছেন সেই কবেই। তাই বঙ্গনারী হিসেবে মঙ্গলবার লখনউয়ের রাজনৈতিক প্রচারে জনসংযোগ করতে গিয়ে মমতা মুখ ফুটে বলে ফেললেন সেই পছন্দের কথা। তাঁর কথায়, ‘অখিলেশরা জেতার পর লখনউয়ে আবার আসব। এখানকার বিখ্যাত চিকেন কাবাব আমার খুব পছন্দের। আর মথুরার পেঁড়াও খুব ভালবাসি।’ পছন্দের তালিকা এখানেই শেষ করেননি তৃণমূল নেত্রী। তিনি আরও বলেন, ‘আপনাদের এখানে তো বিশেষত্বের শেষ নেই। লখনউ চিকন আর চিকেন কাবাব – দুটোই আমি ভালবাসি।’
