গত মাসে তাঁর উপস্থিতিতে গোয়ায় প্রথম দফায় মোট ১১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তৃণমূল। আসন্ন বিধানসভা ভোটের আগে আজ, সোমবার ফের গোয়া সফরে যাওয়ার কথা ছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু শেষ মুহূর্তে জানা গেল, তিনি তাঁর সফর আপাতত বাতিল করেছেন।
ঠিক কী কারণে আজ গোয়ায় পাড়ি দিচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে অনিবার্য কারণবশতই অভিষেক এই সফর বাতিল করেছেন বলে খবর। আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় ভোট। সে রাজ্যে নির্বাচনী প্রচারের জন্য কবে তিনি উড়ে যাবেন, তা এখনও জানা যায়নি।
