শোকস্তব্ধ সারা দেশ। করোনা আক্রান্ত হয়ে ভেঙে পড়েছিল সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শরীর। সেই ধাক্কা সামলাতে না পেরে আজই চিরঘুমের দেশে গেলেন কোকিলকণ্ঠী। এই পরিস্থিতিতে দিন কয়েক আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থা নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। এমন পরিস্থিতি গীতশ্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মুখ্যমন্ত্রী জানান, “সন্ধ্যা মুখোপাধ্যায়ের ওমিক্রন হয়েছিল। এখন ওমিক্রন মুক্ত তিনি। শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে সংকট এখনও কাটেনি।” সন্ধ্যা মুখোপাধ্যায় অসুস্থ হওয়ার পর থেকে নিয়মিত তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিতেন মুখ্যমন্ত্রী। কথা বলতেন চিকিৎসকদের সঙ্গে।
এদিন মমতা জানান, “গতকাল রিপোর্ট দেখেছি। তাতে স্থিতিশীল রয়েছেন তিনি। করোনা কাটিয়ে উঠেছেন এটাই মানসিক শান্তি।” স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই খবর পেয়ে আশ্বস্ত হয়েছেন গীতশ্রীর অনুরাগীরা। প্রসঙ্গত, গত মাসের ২৭ তারিখ অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। ভরতি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। বার্ধক্যজনিত কারণেই এদিন সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। গ্রিন করিডর করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা যায়, ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে তাঁর। আগের রাতে বাথরুমে পড়েও যান তিনি। সেদিনই শারীরিক অবস্থার খোঁজ নিতে শিল্পীকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেও বাথরুমে পড়ে গিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এরপর সঙ্গীতশিল্পীকে এসএসকেএমের উডবার্নে ভরতি করা হয়। তৈরি হয় বিশেষ মেডিক্যাল টিম। সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রের পদ্মসম্মান প্রত্যাখ্যানের পর মানসিক ভাবে একটু ভেঙে পড়েছিলেন শিল্পী।
