আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত আবার শুরু হবে দুয়ারে সরকার। এবারে দুয়ারে সরকারে মিলবে মোট ২৪টি প্রকল্পের সুবিধা। উল্লেখ্য, এর আগের বার মোট ১৮টি প্রকল্পের জন্য আবেজন জানানো গিয়েছিল দুয়ারে সরকারে। এবার সেই সংখ্যা বেড়েছে। একনজরে দেখে নেওয়া যাক।
কোন কোন প্রকল্পের জন্য আবেদন করা যাবে দুয়ারে সরকারের মাধ্যমে :
স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভান্ডার, ১০০ দিনের কাজ, কৃষক ভাইয়েরা, রূপশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, কৃষি জমির মিউটেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। কৃষি দফতরের কিসান ক্রেডিট কার্ড, ফিশারিজ দফতরের মৎসজীবী ক্রেডিট কার্ড, এমএসএমই দফতরের আর্টিসান ক্রেডিট কার্ড। তাঁতশিল্পীদের জন্য ক্রেডিট কার্ড, পঞ্চায়েত দফতরের এসইচজি ক্রেডিট লিঙ্কেজ, প্রাণিসম্পদ বিকাশ দফতরের জন্য নির্দিষ্ট ক্রেডিট কার্ড।