সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ কালীঘাটে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে পা রাখবেন। এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের লখনউ সফর নিয়ে সমাজবাদী পার্টি আওয়াজ তুলেছে, ‘বিজেপিকে হারানোর কাহিনী, শোনাবেন বাংলার বাঘিনী’।
আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে যোগী রাজ্যের দিকে তাকিয়ে সকলে। কারণ এখানে বারবার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। তাছাড়া এখানে অখিলেশ যাদব অলআউট খেলতে নেমেছেন। আর এই খেলায় পাশে থাকছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানের ফলাফলের উপরই অনেকটা নির্ভর করে ২০২৪ সালের লোকসভা নির্বাচন।
এখনও পর্যন্ত ঠিক রয়েছে আগামী ৮ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে হাতে আর তিনদিন বাকি। সমাজবাদী পার্টির সমর্থনে বার্তাও দেবেন তিনি। এই নির্বাচনে অখিলেশ যাদবের দলকে সমর্থন দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই লখনউতে দাঁড়িয়ে অখিলেশকে পাশে নিয়ে উত্তরপ্রদেশের মানুষের কাছে বিজেপির মুখোশ খুলে দেবেন তৃণমূল সুপ্রিমো। উত্তরপ্রদেশের মানুষ শুনবে, মমতার লড়াই–সংগ্রামের কথা। সমাজবাদী পার্টির সহ–সভাপতি কিরণময় নন্দ বলেন, ‘দলের কর্মী–সমর্থক থেকে উত্তরপ্রদেশের সাধারণ মানুষ, উৎসুক হয়ে রয়েছেন তৃণমূল নেত্রীর বক্তব্য শোনার জন্য।’
একুশে বাংলার বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। সেখানে বিজেপির রথকে থমকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ২০০ আসন পার করার যে স্বপ্ন দেখতে শুরু করেছিল, বাংলার মানুষ তাদের সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছে। একুশের নির্বাচনে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন বাংলায়। কিন্তু তারপরও ভূমিধস জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সমাজবাদীর পার্টির শীর্ষ নেতা কিরণময় নন্দ বলেন, ‘উত্তরপ্রদেশের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা বিজেপি বিরোধী লড়াইয়ে বাড়তি শক্তি জোগাবে।’ আর অখিলেশ যাদবের দলও স্লোগান তুলেছে, ‘খেলা হবে।’