ভোটের মুখে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর চাপ বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নির ভাইপো ভূপিন্দর সিং হানিকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অবৈধ বালি খননের মামলায় ভূপিন্দরকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবারই। শুক্রবার তাঁকে সিবিআই আদালতে তোলা হবে।
গত মাসেই ইডি অবৈধ বালির কারবার নিয়ে রাজ্যে অভিযান চালায়। প্রায় ১০ কোটি টাকা বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। এর মধ্যে ৮ কোটি টাকা মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নির এক আত্মীয়ের কাছ পাওয়া যায়। ইডি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, অভিযান চলাকালীন বালিকাণ্ডের সঙ্গে যুক্ত বেশ কিছু নথি, সম্পত্তি লেনদেনের কাগজ, মোবাইল ফোন, ২১ লক্ষ টাকার উপরে সোনার গয়না, ১২ লক্ষ টাকা ব্র্যান্ডেড ঘড়ি বাজেয়াপ্ত করেছে।
আগামী ২০ ফেব্রুয়ারি পাঞ্জাবে ভোট। ১১৭টি কেন্দ্রে লড়াই হবে। এখনও কংগ্রেস তাঁদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। আগামী রবিবার ৬ ফেব্রুয়ারি তা হতে চলেছে বলেই সংবাদসংস্থা সূত্রে খবর। এখনও অবধি ধন্দ আছে দু’টি নাম নিয়ে। চরণজিৎ চন্নি নাকি নভজ্যোৎ সিং সিধু, কে হবে এবার কংগ্রেসের মুখ সেদিকেই তাকিয়ে পাঞ্জাব।