মেট্রোয় ফের চালু করা হল টোকেন সিস্টেম। গতকাল নবান্ন থেকে ট্রেন এবং মেট্রোয় বিধি শিথিল করা হয়েছে বেশ খানিকটা। ৫০-এর পরিবর্তে এখন ৭৫ শতাংশ যাত্রী নিয়েই ট্রেন আর মেট্রো চলবে। মঙ্গলবার কলকাতা মেট্রোর তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করা হল মেট্রোর সময়সীমা নিয়ে। আগের চেয়ে বাড়ান হল মেট্রো সংখ্যাও।
আগামীকাল অর্থাৎ ২ ফেব্রুয়ারি থেকে শেষ মেট্রোর সময় বাড়িয়ে দেওয়া হয়েছে আধঘন্টা। সপ্তাহের সাতদিনই রাতের সময় পরিবর্তন হয়েছে। নতুন সূচি অনুযায়ী সোম থেকে রবি কবি সুভাষগামী শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে ৯টা ১৮তে, এতদিন যা ৮টা ৪৮ মিনিটে ছাড়া হচ্ছিল। এছাড়া দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ৯টার পরিবর্তে ছাড়বে রাত সাড়ে ৯টায়।
বেড়েছে মেট্রোর সংখ্যাও। এতদিন সোম থেকে শুক্র ২৭০টি মেট্রো চলত। এখন তা বাড়িয়ে করা হয়েছে ২৭৬টি। শনিবার ২২৪টির পরিবর্তে মেট্রো চলবে ২৩০টি এবং রবিবার মেট্রোর সংখ্যা ১১৪ থেকে বাড়িয়ে ১২০ করা হয়েছে।