আসন্ন রঞ্জি ট্রফিতে সব ম্যাচ কটকে খেলতে পারে বাংলা। আর কলকাতায় হতে পারে প্লেট গ্রুপের ম্যাচ। রঞ্জি কবে থেকে শুরু হচ্ছে, তার একটি খসড়া পাওয়া গেল সোমবার। সূত্র অনুযায়ী, আগামী ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে রঞ্জি। প্রথম পর্ব চলবে ৫ই মার্চ পর্যন্ত। ন’টা কেন্দ্রকে ভাবা হয়েছে রঞ্জির জন্য। যার মধ্যে আমেদাবাদ, কলকাতা, তিরুবনন্তপুরম, কটক, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, বরোদা, রাজকোট রয়েছে। অর্থাৎ ন’টা আলাদা আলাদা জৈব সুরক্ষা বলয় করে খেলা হবে রঞ্জি। তবে ফরম্যাটে খানিক অদলবদল করা হচ্ছে। চারটে করে টিম নিয়ে আটটা গ্রুপ হচ্ছে। প্লেট গ্রুপে থাকবে ছ’টা টিম। এলিট গ্রুপে থাকা প্রত্যেকটা টিম তিনটে করে ম্যাচ খেলবে।
প্রসঙ্গত, পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী, এলিট গ্রুপের প্রতিটা টিমের পাঁচটা করে ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু করোনার কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি রঞ্জি। শেষ পর্যন্ত কোভিড প্রকোপ কিছুটা কমায় টুর্নামেন্ট হচ্ছে, তবে কাটছাঁট করে। রঞ্জির নকআউট পর্ব হবে আইপিএলের পর, জুন মাসে। গত বছর করোনার প্রকোপে আয়োজন করা যায়নি রঞ্জি ট্রফি। এবারও একটা সময় পর্যন্ত সংশয় ছিল টুর্নামেন্ট হওয়া নিয়ে। কারণ অতিমারীর জন্য সমস্ত ঘরোয়া টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত আয়োজিত হতে চলেছে রঞ্জি। এবং যতদূর যা শোনা যাচ্ছে, তাতে বাংলার গ্রুপে বরোদা, হায়দরাবাদ এবং চণ্ডীগড় থাকছে। কটকেই হবে সব খেলা। কলকাতায় আবার প্লেট গ্রুপের সব খেলা আসতে চলেছে। খেলবে বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, সিকিম, অরুণাচল প্রদেশ। খুব দ্রুতই গ্রুপ বিন্যাস ঘোষণা করবে বোর্ড। সূত্র অনুযায়ী খবর এমনটাই।
