ফের অস্বস্তিতে কবলে মোদী সরকার। এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভিডিও ভাইরাল হল। সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রূপের রোল উঠল তাঁকে নিয়ে। আজ সংসদ অধিবেশনের একটি ছোট ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
এই ভিডিওতে দেখা যাচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যখন কেন্দ্রীয় বাজেট পাঠ করছেন, ঠিক তখনই নিজের নাকে এমন আঙুল চালাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর সেই হাত মুছে দিচ্ছেন টেবিলে। এই ভিডিও ভাইরাল হতেই হাসির রোল উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন আচরণের কড়া নিন্দাও করেছেন অনেকে।
