সোমবার থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশন। আর আজ সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটে আয়কর ছাড়ে কোনও বদল করেননি তিনি। এ ব্যাপারে মধ্য ও নিম্ন বিত্ত চাকরিজীবি শ্রেণির আশায় তিনি জল ঢেলে দিয়েছেন নির্মলা। আশা ছিল করযোগ্য আয় নির্ধারণের ক্ষেত্রে বর্তমানের তুলনায় উর্ধ্বসীমা আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে। করোনার ধাক্কায় যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কর ছাড়ে কিছু সুরাহা দেবে কেন্দ্রের মোদী সরকার। কিন্তু মঙ্গলবার নির্মলা সীতারমনের চতুর্থ বাজেট বক্তৃতার ছত্রে ছত্রে স্পষ্ট হয়ে গেল যে সরকারের সেই আর্থিক পরিসর নেই। আর্থিক ঘাটতির পরিমাণ লক্ষ্যমাত্রার মধ্যেও ধরে রাখতে পারেননি তিনি।
অন্যদিকে, নির্মলার ঘোষণা অনুযায়ী, সমস্ত সরকারি ক্রয়ের জন্য অনলাইন ই-বিল-এর সুবিধা রাখা হচ্ছে। ৮টি ভাষায় জমি রেকর্ডের নথি রাখা হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাছাড়া, কো-অপারেটিভ সোসাইটির ক্ষেত্রে সারচার্জ ১২ শতাংশ কমিয়ে ৭ শতাংশ (এক কোটি টাকা থেকে ১০ কোটি টাকা আয়) করা হবে। কর কমিয়ে ১৮ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হচ্ছে। বিশেষভাবে সক্ষম মানুষের জন্য কর ছাড় দেওয়া হবে। তবে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ভার্চুয়াল উপহার সম্পত্তি থেকে কোনও আয় করলে তাতে প্রাপকদের কর ধার্য করা হবে। ৩০ শতাংশ কর দিতে হবে। কর্পোরটে সারচার্জ কমানো হচ্ছে। ১২ শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশ করা হচ্ছে। বৈদ্যুতিক সরঞ্জাম, গয়না, রাসায়নিক ক্ষেত্রে আমদানি শুল্কে ছাড় দেওয়া হচ্ছে।
