সামনেই বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে। তার আগেই ফের অস্বস্তিতে পড়ল যোগী সরকার। মাঝে রাজ্যের বুলন্দশহরে বন দফতরের ইন্সপেক্টরের চাকরি ছেড়ে রাজনীতিতে আসার ঘটনা সামনে এসেছে। বন দফতরে নিযুক্ত ইন্সপেক্টর অজিত ভাদানার রাজনৈতিতে যোগ দিয়েছেন৷ তিনি ইন্সপেক্টরের ইউনিফর্ম খুলে রাষ্ট্রীয় লোকদলের লাল টুপি পরেছেন। কেবল তাই নয়, বন দফতরে পরিদর্শক হিসাবে কর্মরত অজিত ভাদানা বুলন্দশহর ইনচার্জ তথা মন্ত্রী অশোক কাটারিয়া সহ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অবৈধভাবে ভোট করানোর অভিযোগ করেছেন৷ মিরাটের মাওয়ানার করিমনগর গ্রামে নির্বাচনী প্রচারে এসপি এবং আরএলডি-র মঞ্চে বন পরিদর্শক চাকরি ছাড়েন৷ মাইক হাতে চাকরি ছাড়ার ঘোষণা করেন৷ তিনি জানান, বন পরিদর্শক অনলাইনে বুলন্দশহরের ডিএফও-র কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
উল্লেখ্য, বিগত ৩৫ বছর ধরে বন বিভাগে চাকরি করছিলেন বন পরিদর্শক অজিত ভাদানা৷ তাঁর চাকরি ছাড়ার ঘোষণার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ডিএফও বুলন্দশহরও অজিত ভাদানার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এবার উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হবে। ১০ই ফেব্রুয়ারি পশ্চিম উত্তর প্রদেশের ১১টি জেলার ৫৮টি আসনে ভোট গ্রহণের মাধ্যমে শুরু হবে। এরপর দ্বিতীয় দফায় রাজ্যের ৫৫টি আসনে ভোট হবে। একই সময়ে, তৃতীয় দফায় ৫৯টি আসন, চতুর্থ দফায় ৬০টি, পঞ্চম দফায় ৬০টি আসন, ষষ্ঠ দফায় ৫৭টি এবং সপ্তম দফায় ৫৪টি আসনে ভোট হবে। ১০ই ফেব্রুয়ারি প্রথম দফার ভোটগ্রহণের পর ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার, ২০শে ফেব্রুয়ারি তৃতীয় ধাপ, ২৩শে ফেব্রুয়ারি চতুর্থ দফার, ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম দফার, ৩রা মার্চ ষষ্ঠ দফা এবং সপ্তম ধাপের ভোটগ্রহণ হবে মার্চে। একই সঙ্গে ইউপি নির্বাচনের ফলও আসবে ১০ই মার্চ। ২০১৭ সালের ইউপি বিধানসভা নির্বাচনে বিজেপি ৪০৩টি আসনের মধ্যে ৩২৫টি আসন জিতেছিল। এসপি ও কংগ্রেস একসঙ্গে নির্বাচনে লড়ে। এসপি ৪৭টি এবং কংগ্রেস ৭টি আসন জেতে। মায়াবতীর বিএসপি ১৯টি আসনে জয়ী হয়েছিল। একই সঙ্গে অন্যদের দখলে রয়েছে ৪টি আসন।