নতুন মুখ লাল-হলুদ শিবিরে। ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে নতুন ফুটবলার নিল ইস্টবেঙ্গল। মুম্বই সিটি এফসি থেকে লাল-হলুদে যোগ দিলেন নওচা সিংহ। মরসুমের শেষ পর্যন্ত তিনি দলের সঙ্গে থাকবেন। গত বছর গোকুলম কেরলকে আই লিগ জেতানোর পিছনে অন্যতম বড় ভূমিকা ছিল নওচার। দলের হয়ে প্রতিটি ম্যাচেই পুরো সময় মাঠে ছিলেন তিনি। পাশাপাশি, ২০১৯-এর ডুরান্ড কাপেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন মণিপুরের এই ডিফেন্ডার।
উল্লেখ্য, নওচার ফুটবল-জীবন শুরু হয়েছিল নেরোকা এফসি-র যুব দল থেকে। সেখান থেকে ট্রাউ এফসি-তে যোগ দেন। এরপর ২০১৮-১৯ আই লিগের আগে নেরোকায় ফেরেন। এরপর যোগ দেন গোকুলমে। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে নওচা বলেছেন, “এসসি ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবে যোগ দিয়ে আমি গর্বিত। যত বেশি সম্ভব ম্যাচ খেলাই আমার লক্ষ্য।” কোচ মারিয়ো রিভেরা বলেছেন, “নওচা শক্তিশালী ডিফেন্ডার এবং দক্ষতাও অসাধারণ। ছোট থেকেই সাফল্য পেয়েছে। বড় ক্লাবে খেলার চাপ কতটা সেটা ও ভালই জানে।” উল্লেখ্য, আগামী বুধবার তিলক ময়দানে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল।